পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ
ডেস্ক রিপোর্ট: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১৫৬তম বোর্ড সভা গতকাল রোববার কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরবর্তী মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচন করা হয়।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন এবং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেওয়ান নুরুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন সিটি ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যান্সেলর। তিনি যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি, ইউনিভার্সিটি অব পিটসবার্গ থেকে এমবিএ এবং বল স্টেট ইউনিভার্সিটি (বিএসইউ) থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
অন্যদিকে দেওয়ান নুরুল ইসলাম একজন চার্টার্ড একাউন্ট্যান্ট। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউডিএস) থেকে ডিসটিংকশনসহ অর্থনীতিতে এমবিএ করেছেন।
দেওয়ান নুরুল ইসলাম যমুনা অয়েল কোম্পানি লিমিটেড’র বোর্ড অব ডাইরেক্টর এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’র বোর্ড চেয়ারম্যান এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (এসিএবি)’র প্রেসিডেন্ট।
উল্লেখ্য, সম্প্রতি পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান এএফএম ওবায়দুর রহমান, সাবেক চেয়ারম্যান আবু তাহের, ডা. এবিএম জাফর উল্লাহ, এটিএম রফিক ও এবিএম তালেব আলীসহ ১২ ডিরেক্টর এবং ৬ শেয়ারহোল্ডার তাদের হাতে থাকা ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯০০ শেয়ার বিক্রি করে দিয়েছেন।
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলম এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এফিনিটি অ্যাসেটস লি:, ক্রেস্ট হোল্ডিংস লি: ও প্যাভিলিয়ন ইন্টারন্যাশনাল এবং চট্টগ্রামের ইউনিটেক্স পেট্রোলিয়াম লি: ও ইউনিটেক্স এলপি গ্যাস লি: পদ্মা লাইফের এসব শেয়ার কিনে নিয়েছে।