দ্বিতীয় প্রান্তিকে আইডিআরএ'র প্রতিবেদন

প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহে মেটলাইফকে ছাড়াল পপুলার লাইফ

নিজস্ব প্রতিবেদক: প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহে মেটলাইফ ইন্স্যুরেন্সকে ছাড়িয়ে গেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২০১৮ সালের প্রথমার্ধে ৩৪৩ কোটি ৪৩ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে।নতুন প্রিমিয়াম সংগ্রহে কোম্পানিটির মার্কেট শেয়ার ২৪.৪২ শতাংশ।

একই সময়ে মেটলাইফ ইন্স্যুরেন্স ৩০২ কোটি ৫৫ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে। এ কোম্পানির মার্কেট শেয়ার ২১.৫১ শতাংশ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য প্রকাশ করেছে।

২০১৮ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসার দক্ষতার মূল্যয়ন শীর্ষক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।বছরের প্রথমার্ধে ৩২টি লাইফ বীমাকারীর প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ১ হাজার ৪০৬ কোটি ৪৭ লাখ টাকা।

এ ছাড়াও ফারইষ্ট লাইফ, ডেল্টা লাইফ, গার্ডিয়ান লাইফ, প্রগতি লাইফ, ন্যাশনাল লাইফ, প্রাইম ইসলামী, রূপালী লাইফ এবং মেঘনা লাইফ সর্বমোট ৬০২ কোটি ৮০ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে। অর্থাৎ ৩২টি লাইফ বীমা কোম্পানির সংগৃহীত প্রথম বর্ষ প্রিমিয়ামের ৮৮.৮৬ শতাংশ এই ১০ কোম্পানির হাতে।

আইডিআরএ’র তথ্য অনুসারে, ২০১৮ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৪৩ কোটি ৪৩ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করে পপুলার লাইফ। এরমধ্যে প্রথম প্রান্তিকে ২০৫ কোটি ৩ লাখ টাকা এবং দ্বিতীয় প্রান্তিকে ১৩৮ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহ কমেছে ৩৩ শতাংশ।

বছরের প্রথমার্ধে নতুন প্রিমিয়াম সংগ্রহে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেটলাইফ। প্রতিষ্ঠানটি ৩০২ কোটি ৫৫ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করেছে। প্রথম প্রান্তিকে ১৫৬ কোটি ৮৭ লাখ টাকা প্রিমিয়াম আয় করলেও দ্বিতীয় প্রান্তিকে তা কমে দাঁড়ায় ১৪৫ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানিটির মার্কেট শেয়ার ২১.৫১ শতাংশ।

১৯৫ কোটি ৪৫ লাখ টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রযেছে ফারইষ্ট ইসলামী লাইফ। এরমধ্যে প্রথম প্রান্তিকে ৬১ কোটি ৮২ লাখ টাকা এবং দ্বিতীয় প্রান্তিকে ১৩৩ কোটি ৬৪ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে কোম্পানিটি। ফারইষ্ট লাইফের মার্কেট শেয়ার ২১.৫১ শতাংশ।

এ ছাড়াও ডেল্টা লাইফ ৮১ কোটি ৭০ লাখ টাকা, গার্ডিয়ান লাইফ ৮০ কোটি ৮৭ লাখ টাকা, প্রগতি লাইফ ৭২ কোটি ৪৮ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ৬৮ কোটি ৯৮ লাখ টাকা, প্রাইম ইসলামী লাইফ ৪০ কোটি ৪৬ লাখ টাকা, রূপালী লাইফ ৩২ কোটি ৭১ লাখ টাকা এবং মেঘনা লাইফ ৩১ কোটি ১৫ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে।