সার্ভিস পয়েন্ট থেকেই এখন বীমা দলিল ইস্যু হবে

বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বাড্ডা সার্ভিস সেন্টারকে পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এস এম নুরুজ্জামান প্রতিষ্ঠানটির প্রথম পূর্ণাঙ্গ এ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অবলিখন বিভাগের জিএম মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং ডিজিএম ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. নিজাম উদ্দিন। এসইভিপি ও বাড্ডা সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইভিপি মিসেস সুফিয়া ইসলাম, জেইভিপি মো. আবু জাফর, জেইভিপি মো. বনি আমিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির মূখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। গ্রাহক সেবা আরো ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বাড্ডা মডেল সার্ভিস সেন্টারকে পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার হিসেবে ঘোষণা করা হল। এরইমধ্যে সারাদেশের সার্ভিস পয়েন্টগুলোতে স্বয়ংক্রিয় প্রিমিয়াম রিসিট প্রদান শুরু হয়েছে।

তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার হওয়ায় বাড্ডা অঞ্চলের বীমা গ্রাহকরা এখন থেকে নিজ সার্ভিস সেন্টার থেকেই পলিসিপত্রের দলিল গ্রহণ করতে পারবেন। কোম্পানির কর্মকর্তাদেরও আর প্রধান কার্যালয়ে ধর্ণা দিতে হবে না। তবে পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টার হওয়ায় এখানকার কর্মকর্তা ও কর্মীদের দায়িত্বও বেড়ে গেল বলে উল্লেখ করেন এস এম নুরুজ্জামান।