সার্ভেয়রদের পেশাদারিত্ব তৈরি করতে হবে: ড. এম মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য ড. এম মোশাররফ হোসেন সার্ভেয়রদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের পেশাদারিত্ব তৈরি করতে হবে। তিনি বলেন, সার্ভেয়রদের একটি আইনী কাঠামোয় আনতে আমরা কাজ করছি। এটা আপনাদের মেনে চলতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০১৮’তে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ।

ড. মোশাররফ হোসেন বলেন, সময় মতো রিপোর্ট দেয়া খুবই গুরুত্বপূর্ণ। নথিপত্র, কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করা এবং সময়মতো নথিপত্র সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ। এসব কিছুই নির্ভর করে আপনার নলেজ ও পেশাদারিত্বের ওপর, বলেন আইডিআরএ’র এ সদস্য।