ঢাবির একচুয়্যারিয়াল সায়েন্সে ১৩ জনের মার্স্টার্স ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স (এমএএস) প্রোগ্রামের প্রথম ব্যাচে ১৩ শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। গত সোমবার এই ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চলতি বছরের জুলাইয়ে মাস্টার্স অব একচ্যুয়ারিয়াল সায়েন্স (এমএএস) প্রোগ্রামের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৩ জন শিক্ষার্থী অংশ নেন এবং সবাই উত্তীর্ণ হন। সিন্ডিকেটের অনুমোদনে সাময়িক এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন- সামিরা ইউনুস (আইডি নং- ৫১৬০১৩০০১), নাদিরা ইসলাম (আইডি নং- ৫১৬০১৩০০২), মো. মোশাররফ হোসেন (আইডি নং- ৫১৬০১৩০০৪), মোহাম্মদ জিয়াউর রহমান (আইডি নং- ৫১৬০১৩০০৬), নুসরাত জাহান (আইডি নং- ৫১৬০১৩০১২), প্রণব কুমার দাশ (আইডি নং- ৫১৬০১৩০১৪), মো. নাজমুল ইসলাম বিশ্বাস (আইডি নং- ৫১৬০১৩০১৫), মো. এনামুল হক (আইডি নং- ৫১৬০১৩০১৬), মাহফুজ ইবনে মান্নান (আইডি নং- ৫১৬০১৩০১৭), মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (আইডি নং- ৫১৬০১৩০৩০), উত্তম কুমার রায় (আইডি নং- ৫১৬০১৩০৩১), মো. রুবেল চৌধুরী (আইডি নং- ৫১৬০১৩০৩৩) এবং তানিয়া হাবিব (আইডি নং- ৫১৬০১৩০৪১) ।

ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের গেস্ট ফ্যাকাল্টি একেএম এহসানুল হক এফসিআইআই বলেন, আমি খুবই আনন্দ অনুভব করছি এ কারণে যে, আমার শিক্ষার্থীরা সফলতার সঙ্গে তাদের প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে। আমি শুরু থেকেই এই প্রফেশনাল কোর্সটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমি তাদের কর্মজীবনে সফলতা কামনা করছি।

এমএএস প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থী প্রণব কুমার দাশ (আইডি নং- ৫১৬০১৩০১৪) বলেন, বর্তমানে বেশিরভাগ বীমা কোম্পানিতে একচ্যুয়ারিয়াল ডিপার্টমেন্ট ও একচ্যুয়ারি অভাব রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম কোম্পানিগুলার এ শূন্যতা পূরণে সহায়তা করবে বলে আমি মনে করি।