কৃষি বীমা নিয়ে গ্রীন ডেল্টার কর্মশালা

ডেস্ক রিপোর্ট: ঝুঁকি হ্রাসের হাতিয়ার হিসেবে কৃষি বীমা- বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে কর্মশালাটি আয়োজন করা হয়। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যৌথভাবে এ কর্মশালার আয়োজক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইন্স্যুরেন্স স্পেশালিস্ট বিজয়সেকার কালাভাকন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ার‌ম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।

এ ছাড়াও বাংলাদেশ, ভুটান ও নেপালের আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েনডে ওয়ার্নার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী, কোম্পানিটির বর্তমান মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। (সংবাদ বিজ্ঞপ্তি)