সবচেয়ে বেশি গাড়ি ন্যাশনাল লাইফের

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহার করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। দেশজুড়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ২৮০টি গাড়ি ব্যবহার করছেন। 

লাইফ ও নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতার মূল্যায়ন শীর্ষক দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের তথ্য মতে, দেশের অবশিষ্ট ২৮টি লাইফ বীমা কোম্পানি ব্যবহার করছে ১ হাজার ৮৪১টি গাড়ি। তবে ৩টি লাইফ বীমা কোম্পানি তাদের গাড়ি ব্যবহারের তথ্য কর্তৃপক্ষে দাখিল করেনি।

প্রতিবেদন অনুসারে, আলফা ইসলামী লাইফে গাড়ি সংখ্যা ৩, বেস্ট লাইফে ৩০, চার্টার্ড লাইফে ৬, ডায়মন্ড লাইফে ২৫, ডেল্টা লাইফে ১০৫, ফারইষ্ট ইসলামী লাইফে ২৫৮, গোল্ডেন লাইফে ৭৯, গার্ডিয়ান লাইফে ৪, হোমল্যান্ড লাইফে ৪৬, যমুনা লাইফে ২৪।

জীবন বীমা করপোরেশনে ৩৫, মেঘনা লাইফে ১৪৪, মার্কেন্টাইল লাইফে ৮, মেটলাইফে ৬৩, এনআরবি গ্লোবাল লাইফে ১২, পদ্মা ইসলামী লাইফে ৮১, পপুলার লাইফে ১৮২, প্রগতি লাইফে ১২৩, প্রাইম ইসলামী লাইফে ৬১টি গাড়ি রয়েছে।

এ ছাড়াও প্রোগ্রেসি লাইফে ১৫, প্রটেক্টিভ ইসলামী লাইফে ১৫, রূপালী লাইফে ৯৮, সন্ধানী লাইফে ১০৩, সোনালী লাইফে ৭৮, সানলাইফে ১০৮, সানফ্লাওয়ার লাইফে ৯২, ট্রাস্ট ইসলামী লাইফে ২২, জেনিথ ইসলামী লাইফে ২১টি গাড়ি রয়েছে।  

তবে বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স এবং দেশি-বিদেশি যৌথ মালিকানার বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন অব বাংলাদেশ তাদের ব্যবহৃত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’কে জানায়নি।

উল্লেখ্য, বীমা কোম্পানির কর্মকর্তাদের গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন রয়েছে। ২০১২ সালে জিএডি-০৯/২০১২ নং সার্কুলারে বিলাসবহুল যানবাহনে উচ্চ ব্যয় পরিহারে এ নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ।

এ ছাড়াও কোম্পানির পর্ষদ চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তার জন্য কোম্পানির অর্থে গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।