২৮০ গাড়ির ব্যাখ্যা দিলো ন্যাশনাল লাইফ
নিজস্ব প্রতিবেদক: গত ৯ ডিসেম্বর ইন্স্যুরেন্স নিউজ বিডিতে প্রকাশিত “সবচেয়ে বেশি গাড়ি ন্যাশনাল লাইফের” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে গাড়ি ব্যবহার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বেসরকারি বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।
গতকাল পাঠানো ওই ব্যাখ্যা বলা হয়, প্রকাশিত সংবাদে ন্যাশনাল লাইফের বর্তমান গাড়ির সংখ্যা উল্লেখ করা হয় ২৮০টি, বাস্তবতা হলো কোম্পানির জোন ও এরিয়া অফিস সংখ্যা প্রায় ২০০টি। এই অফিসগুলোতে কোম্পানির মালিকানায় ১১০টি মাইক্রোবাস ও হায়ার পারচেজ হিসেবে ২০টি গাড়ি বর্তমানে চালু আছে। তাছাড়া কেন্দ্রীয় অফিসে ২০টি হায়ার পারচেজ ও পুলের গাড়িসহ ২০টি গাড়ি রয়েছে অর্থাৎ বর্তমানে মোট চালু গাড়ির সংখ্যা ১৪০টি।
১৯৮৫ সালে যাত্রা শুরু হওয়া ৩৫ বছরের এই কোম্পানিতে নষ্ট, আধা নষ্ট গাড়ি ও মটোর সাইকেলের সংখ্যা প্রায় ১৪০টি। উল্লেখ্য যে, বিগত ১০ বছরে কোনো মটোর সাইকেল ক্রয় করা হয়নি, শুধুমাত্র লাইসেন্স নবায়নের জন্য গাড়ির সংখ্যাধিক্য দেখা যায়।
প্রতিবেদকের বক্তব্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আরডিআরএ)র দ্বিতীয় ত্রৈমাসিক মূল্যায়ন প্রতিবেদন তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে।