তৃতীয় প্রান্তিক (জুন-সেপ্টেম্বর)

প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি কমেছে ১৬.৮১%

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এপ্রিল-জুন মাসের তুলনায় জুলাই-সেপ্টেম্বর (প্রান্তিক) মাসে প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি কমেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র তথ্য অনুসারে, জুলাই-সেপ্টেম্বর (তৃতীয় প্রান্তিক) মাসে দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম সংগ্রহ করে ৩৩০৩.৭৪ কোটি টাকা; যার প্রবৃদ্ধি ৩.৬২ শতাংশ।

অন্যদিকে এপ্রিল-জুন (দ্বিতীয় প্রান্তিক) মাসে সংগৃহীত প্রিমিয়াম ছিল ৩১৮৮.২২ কোটি টাকা। প্রবৃদ্ধি ছিল ২০.৪৩ শতাংশ। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি কমেছে ১৬.৮১ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি-মার্চ  (প্রথম প্রান্তিক) মাসে প্রিমিয়াম সংগ্রহ হয় ২৬৮৭.৪৬ কোটি টাকা।

গত ১১ ডিসেম্বর আইডিআর-এর মূল্যায়ন প্রতিবেদনে জীবন বীমা করপোরেশন ও অন্যান্য লাইফ বীমা কোম্পানির সমন্বয় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় লাইফ ও নন-লাইফ কোম্পানির ব্যবসার দক্ষতা মূল্যায়নে কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়, দাবি পরিশোধ, তামাদি পলিসি, ব্যবস্থাপনা ব্যয়, সম্পদ, লাইফ ফান্ড, বিনিয়োগ ও মার্কেট শেয়ারসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) খলিল আহমদ।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে মোট প্রিমিয়াম সংগ্রহ হয় ৯১৭৯.৪২ কোটি টাকা। যা আগের বছরের মোট প্রিমিয়ামের ৮২.৩৩ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০১৭ সালে প্রিমিয়াম সংগ্রহ হয়েছিল ১১১৫০ কোটি টাকা।