সিএফও’দের সঙ্গে আইডিআরএ’র বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক: লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানগুলোর চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও)’দের সাথে বৈঠক আহবান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল বুধবার বিকাল ৩টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোতে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, লাইফ ও নন-লাইফ বীমা করপোরেশন/ কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসারদের সাথে কর্তৃপক্ষের বৈঠকে বার্ষিক প্রতিবেদন, ওয়েবসাইটে তথ্য প্রদর্শন এবং ত্রৈমাসিক সমন্বয় সভার তথ্য সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমদ।