এবারের বীমা মেলা হবে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের বীমা মেলা বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় তা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ (আইডিআরএ)’র এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ‘বীমা মেলা-২০১৮’ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে ২১ সদস্যদের একটি আয়োজক কমিটিও গঠন করা হয়। এছাড়াও বেশ কয়েকটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস।

প্রসঙ্গত, ২০১৬ সালে বীমা মেলা রাজধানী ঢাকাতে এবং ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয়।