বীমা মেলা পরিচালনা উপ-কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বীমা মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সভায় বীমা মেলার সম্ভাব্য বাজেট প্রণয়ন, মেলা শেষে প্রকৃত ব্যয় নিরুপণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে সভাপতিত্ব করেন আইডিআরএ’র পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জামাল এম এ নাসের, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও জালালুল আজিম ও আইডিআরএ’র নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন ভূঁইয়া।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে বন্দরনগরী চট্টগ্রামে বীমা মেলা অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৭ সালে এ মেলা সিলেটে এবং ২০১৬ সালে বীমা মেলা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।