জব ফেয়ারে আবেদনকারীদের ভাইভা নিচ্ছে জেনিথ লাইফ

নিজস্ব প্রতিবেদক: গ্রীন ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত জব ফেয়ারে আবেদনকারীদের ভাইভা নিতে যাচ্ছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ ভাইভা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে ৩৫ প্রার্থীকে ভাইভায় অংশ নেয়ার জন্য আহবান করা হয়েছে।

চলতি বছরের ৩১ জানুয়ারি রাজধানীর শেওড়াপাড়ায় গ্রীন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও গ্রীন ইউনিভার্সিটি যৌথভাবে জব ফেয়ার- ২০১৯ আয়োজন করে। এটি বাস্তবায়ন করে ইউনিভার্সিটির সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। জেনিথ ইসলামী লাইফ মেলাটিতে অংশগ্রহণ করে।

জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীন ইউনিভার্সিটির দিনব্যাপী এ জব ফেয়ারের মাধ্যমে দেড় শতাধিক শিক্ষার্থী বীমা কোম্পানিটিতে চাকরির জন্য আবেদন করেছে। প্রার্থীদের সিভি যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে ভাইভার জন্য ডাকা হচ্ছে। যোগ্য প্রার্থীদের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট (এফএ) এবং ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) পদে দায়িত্ব দেয়া হবে।

কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, বীমাখাতে দক্ষ ও যোগ্য জনবলের প্রকট অভাব। সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব বীমাখাতকে কোনঠাসা করেছে। তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বীমাকারীরা খাতটির ইমেজ ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে।

ইতিবাচক প্রচারণার অংশ হিসেবে-ই জেনিথ ইসলামী লাইফ গ্রীন ইউনিভার্সিটির জব ফেয়ারে অংশ নিয়েছে। একই সঙ্গে কোম্পানির জন্য সৎ, দক্ষ ও যোগ্য কর্মী খোঁজার চেষ্টাও করা হয়েছে। মেলায় ভালো সাড়া পাওয়া গেছে। দেড় শতাধিক আবেদন জমা হয়েছে। আমরা সেখান থেকে যোগ্যদের চাকরি দেয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, মেলা শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট প্রদান করেন আয়োজকরা। গ্রীন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. গোলাম সামদানি ফকির এর হাত থেকে জেনিথ ইসলামী লাইফের পক্ষে এ ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির এসইভিপি উম্মে হাসুনাথ তোয়াফফিয়া।

এ সময় গ্রীন ইউনিভার্সিটির ডাইরেক্টর অব এমবিএ প্রোগ্রাম ও গ্রীন বিজনেস স্কুলের ডীন প্রফেসর ড. গোলাম আহমেদ ফারুকী, জেনিথ ইসলামী লাইফের এজিএম (গ্রুপ) মো. আনোয়ার হোসেন সরকার এবং ইভিপি মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।