চাঁদা দাবি করে জেনিথ লাইফের সিইও’কে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসী। ৫ লাখ টাকা চাঁদা না দিলে হত্যাসহ তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকি দেয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এসএম নুরুজ্জামান। ডায়েরি নং ১৫৮৮

এ বিষয়ে এসএম নুরুজ্জামান ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে জানান, গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে হোটেল সানরাইজের হত্যাকাণ্ডের প্রধান আসামী ও মালিবাগের শীর্ষ সন্ত্রাসী জিসান পরিচয় দিয়ে ০১৭৫৮ ৪৭১৭৯২ নম্বর থেকে আমাকে ফোন করে।

ফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করতে বলে। চাঁদা না দেয়া হলে বিভিন্নভাবে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি দেয়। তাছাড়া আমার পরিবারের সদস্যদেরও ক্ষতিসাধন করবে বলেও হুমকি দেয়। এ ঘটনার পরই আমি নিরাপত্তার প্রয়োজনে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।