‘বীমার ইমেজ বাড়াতে কাজ করছে আইডিআরএ’
নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের ইমেজ বাড়াতে কাজ করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে “কীভাবে বীমা শিল্পে ভাবমূর্তি বাড়ানো যায়” শীর্ষক আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল ইসলাম বলেন, বীমাখাতের উন্নয়নে কোম্পানি, ইন্স্যুরেন্স ফোরাম ও সরকারের সহযোগিতায় নিয়ে আইডিআরএ কাজ করছে। একটি টিমওয়ার্কই পারে বীমা শিল্পের উন্নয়ন ঘটাতে। আইডিআরএ গঠনের ফলে বীমার অগ্রযাত্রা সাধিত হচ্ছে। বীমার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে সকলেই একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার ২০১০ সালে বীমাখাত নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। বীমা আইন প্রণয়ন করে। আর সঠিকভাবে আইন বাস্তবায়ন করা হলে বীমার ভূমিকা বাড়বে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। সভাপতিত্ব করছেন জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. শেলীনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (এফসিএ) অজিত কুমার পাল, বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. খালেক।
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত রয়েছেন ইন্স্যুরেন্স ইন্সটিটিউট অব ইন্ডিয়া’র প্রফেসর জর্জ ই থমাস। সেমিনারটিতে সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন ও বিভিন্ন বীমা কোম্পানি থেকে ১২০ জনের অধিক কর্মকর্তা অংশ নিয়েছেন।