এগিয়ে যাচ্ছে বীমাখাত: সচিব আসাদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমাখাত সামনে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, সরকার বীমাখাতের ওপর জোর দিয়েছে। কৃষিখাতের উন্নয়নে শস্য বীমা চালু করা হচ্ছে।

বৃহস্পতিবার বিআইপিডি ও বিআইএ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আলোচ্য বিষয় “কীভাবে বীমা শিল্পের ভাবমূর্তি বাড়ানো যায়”। দেশি-বিদেশি আলোচকরা এ সেমিনারে অংশ নেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বলেন, আমাদের অর্থনীতি বাড়ছে। তাই বীমা গুরুত্ব অনেক। বীমার সুবিধাকে তিনি গ্রামীণ পর্যায়ে পৌঁছানোর আহবান জানান। আসাদুল ইসলাম আরো বলেন, বিদেশে সব কিছুরই বীমা আছে কিন্তু বাংলাদেশে বীমার প্রোডাক্ট খুবই কম।

তিনি বলেন, বীমা গ্রাহকরা ঠিকমতো বীমার সুবিধা পায় না। যার কারণে মানুষ বীমা গ্রহণ করতে চায় না। তাই বীমাকে সামনে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি বীমাখাত সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট পরামর্শ প্রত্যাশা করেন। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আপনাদের পরামর্শ বাস্তবায়ন করবে।