স্বাধীনতা দিবসের আলোচনায় বিএম ইউসুফ আলী

পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের অর্থ দিতে সক্ষম বীমাখাত

নিজস্ব প্রতিবেদক: বীমার উপকারিতা এবং এ খাতের সক্ষমতা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)'র প্রেসিডেন্ট ও পপুলার লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী বলেছেন, পদ্মা সেতুর মতো বড় প্রকল্পের অর্থের যোগান দিতে সক্ষম বীমাখাত। বীমা শুধু দুঃখের সময়ের সাথী নয়, দেশকে এগিয়ে নিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বীমাখাত। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গতকাল রোববার আইডিইবি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। 

বিএম ইউসুফ আলী বলেন, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতু থেকে সরে গেল তখন বীমাখাত থেকে আমরা অর্থের যোগান দিতে চেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন তখন এক মিটিংয়ে জানতে চেয়েছিলেন, আমরা এই অর্থের যোগান দিতে পারবো কিনা।

তখন আমরা বলেছিলাম বীমাখাতের ফান্ড এখন ৪২ হাজার কোটি টাকা। অথচ তখন পদ্মা সেতু তৈরিতে প্রয়োজন ২৫ হাজার কোটি টাকা।সেদিন শেখ কবির হোসেন বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রীকে বলি যে, বিশ্বব্যাংক অর্থ না দিলেও পদ্মা সেতু তৈরির অর্থ দেবে বীমাখাত।