বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন

অস্ত্র ছাড়া কিভাবে দেশ স্বাধীন করতে হয় বঙ্গবন্ধুই তা শিখিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেছেন, অস্ত্র না নিয়ে একটা দেশ কিভাবে স্বাধীন হতে পারে সেটা সারাবিশ্বে একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-ই শিখিয়েছেন। তিনি অস্ত্র দেননি, সশস্ত্র শিক্ষাও দেননি। বলেছেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়েই শত্রুর মোকাবেলা কর।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার আইডিইবি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। 

শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতিকে ভালোবাসতেন। ভালোবাসা দিয়ে তিনি মানুষের মন জয় করেছিলেন। আর তাই তিনি ডাক দিয়েছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়েই ঝাপিয়ে পড়ো। মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। 

তিনি বলেন, এদেশে অনেক বড় বড় নেতাই এসেছেন। কিন্তু কেউই স্বাধীনতার ডাক দেননি। বঙ্গবন্ধুই স্বাধীনতার ডাক দিয়েছেন। তার ডাকে সারা দিয়ে বাঙালিরা দেশকে স্বাধীন করেছে। আজ তাই আমরা স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধুর এই অবদান আমাদের ভুলে থাকার কোন সুযোগ নেই। 

বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন আরো বলেন, বাংলাদেশ এখন শুধু মাটিতে নেই। সমুদ্র জয়ের পর মহাকাশও জয় করেছে। সারা বিশ্ব আজ বাংলাদেশকে চিনছে। শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে।