বীমাসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: আইডিআরএ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বীমাসেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোববার আইডিইবি ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
শফিকুর রহমান বলেন, যারা বীমা দাবি পরিশোধ করছেন তারা অনিয়মের আশ্রয় না নিয়ে নিয়ম পালন করুন। এতে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে এবং স্বাধীন বাংলাদেশের সুফল জনগণ ভোগ করতে পারবে। তিনি বলেন, স্বাধীনতাকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের অনেক কিছু করতে হবে। আমাদেরকে ন্যায় বিচারের ওপর জোর দিতে হবে। সুন্দর সমাজ গড়তে হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী আসলে আমরা কাজ করছি না। সম্প্রতি বিল্ডিং কোড না মেনে বিল্ডিং করার যেসব ঘটনা ঘটছে, বঙ্গবন্ধু কিন্তু এটা করতে বলেননি। এখন অন্যায় অনিয়ম-ই হয়ে গেছে নিয়ম।এগুলোকে বন্ধ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু এবং স্বাধীনতার যে প্রাপ্তি সেটাকে আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমাদের নিয়ম মানতে হবে।আমাদের সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। সব ধরনের অন্যায়-অনিয়ম বন্ধ করতে হবে। তাহলেই আমরা স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দিতে পারবো।
শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু প্রথম জীবনে বীমায় চাকরি করেছেন- এটা আমাদের গর্ব। কাজেই খাতটিতে আমাদের অনেক অবদান রাখার আছে। অনেক কাজ করার ব্যাপার আছে। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।'৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে এগুলো আমাদের করতে হবে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, দেশে ভ্যাট দিবস, শুল্ক দিবসসহ অনেক দিবস পালিত হচ্ছে। আমরা চেয়েছিলাম বীমার চাকরিতে বঙ্গবন্ধুর যোগদানের তারিখ 'বীমা দিবস' ঘোষণা করতে। কিন্তু তা না পাওয়া গেলে বীমা আইন প্রণয়নের তারিখকে বীমা দিবস ঘোষণা করা যেতে পারে। দিবসটি খুবই প্রয়োজন। এতে বীমার পরিচিতি ও সচেতনতা বাড়বে।