স্বাস্থ্যবীমা হচ্ছে সঞ্চয়ের সুরক্ষা
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবীমা হচ্ছে সঞ্চয়ের সুরক্ষা। এই বীমা গ্রাহকের অসুস্থতা বা দুর্ঘটনার সময় অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতে করে গ্রাহকের কষ্টের সঞ্চয় ভাঙতে হয় না। স্বাস্থ্যবীমা দাবির টাকা দিয়েই চিকিৎসা ব্যয় বহন করা যায়।
এমনটাই জানিয়েছেন জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমা প্রধান আনোয়ার হোসেন সরকার। শুক্রবার কক্সবাজারের লং বীচ হোটেলে কোম্পানির সফল কর্মকর্তাদের উন্নয়ন সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।
স্বাস্থ্যবীমার এ পলিসি সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, এ বীমা সেবা কেবলমাত্র জেনিথ ইসলামী লাইফের গ্রাহকরাই নিতে পারবেন।একক বীমার যেকোন গ্রাহক তার চালু পলিসির সহযোগী পলিসি হিসেবে এই স্বাস্থ্যবীমা গ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এ জন্য তাদেরকে প্রিমিয়াম হিসেবে গুণতে হবে সর্বনিম্ন ৪৯৫ টাকা থেকে শুরু করে ১১ হাজার ৬০১ টাকা। বীমা গ্রাহকরা নিজেদের পাশাপাশি তাদের সন্তানের জন্যও এ পলিসি গ্রহণ করতে পারবেন।
জেনিথ ইসলামী লাইফের এই স্বাস্থ্যবীমা গ্রাহকদের প্রত্যেককে তাদের ছবি, মোবাইল নম্বর, ব্লাড গ্রুপ সম্বলিত একটি হেলথ কার্ড প্রদান করা হবে।এই কার্ড ব্যবহার করতে সারা দেশে বিস্তৃত কোম্পানির নেটওয়ার্ক হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।