বীমা কোম্পানিতে বিশেষ নিরীক্ষা

অডিট ফার্মের সঙ্গে আইডিআরএ’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিরীক্ষা পরিচালনায় অডিট ফার্মগুলোর সঙ্গে বৈঠক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ সোমবার কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

বৈঠকে সরকারি বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানি এবং ২৪টি নন-লাইফ বীমা কোম্পানিতে বীমা আইনের ২৯ ধারা মোতাবেক নিয়োগকৃত বিশেষ নিরীক্ষকদের সঙ্গে কর্তৃপক্ষ প্রণীত টিওআর নিয়ে আলোচনা হয়।

এ ছাড়াও বিশেষ নিরীক্ষা পরিচালনার সময় কর্তৃপক্ষের কী চাহিদা রয়েছে সে বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। সভায় নিরীক্ষকগণ বিশেষ নিরীক্ষা পরিচালনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অতিরিক্ত সচিব অজিৎ কুমার পাল, আইসিএবি’র প্রেসিডেন্ট এ এফ নেসার উদ্দিন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’র এক্সিকিউটিভ ডিরেক্টর এম আনোয়ারুল করিম, এবং যেসব অডিটফার্ম নিয়োগ করা হয়েছে তাদের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়া কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ, ড. এম মোশাররফ হোসেন এবং কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।