বর্ণাঢ্য আয়োজনে ডেল্টা লাইফের বার্ষিক সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি: বেসরকারী খাতের অন্যতম শীর্ষ লাইফ বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৪ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) কক্সবাজারের হোটেল লং বীচে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারপারসন আদিবা রহমান, এসিআইআই (ইউকে) ।

এছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য যেয়াদ রহমান এবং মোহাম্মদ শাহাদত হোসেন মঞ্চে উপবিষ্ট ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ,এফসিএস।  স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক।

দেড় সহস্রাধিক যোগ্যতা অর্জনকারী উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে মুক্ত আলোচনায় ২০২৫ সালের কোম্পানির নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে এবং গ্রাহকদের দ্রুত দাবি পরিশোধের বিষয়ে ডিজিটালাইজেশনের জন্য প্রযুক্তি ব্যবহারের উপর সর্বোচ্চ জোর দেয়া হয়।

বর্ষসেরা পারফর্মারদের মাঝে পুরস্কার বিতরণ, প্রখ্যাত মোটিভেটর কাজী এম আহমেদের উৎসাহ ও উদ্দীপনামূলক বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য নিয়ে বার্ষিক সম্মেলনের সমাপ্তি হয়।