পলিসি বোনাস ও লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস এবং বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রোববার (১৭ আগস্ট) কোম্পানির পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় এই ঘোষণা দেয়া হয়।
২০২৪ সালের ভেলুয়েশনে একচ্যুয়ারির সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪ সালে সর্বমোট ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়।
অপরদিকে পলিসি হোল্ডারদের জন্য প্রতি হাজারে ৩২ টাকা রিভারসনারি বোনাস ও ২৫ টাকা টার্মিনাল বোনাস ঘোষণা করা হয়।
ফলে ২০২৫ সালে যেসব বীমা গ্রাহকের পলিসির মেয়াদ উত্তীর্ণ হবে তারা উক্ত বছরের প্রতি হাজারে ৫৭ (৩২+২৫) টাকা পলিসি বোনাস প্রাপ্য হবেন।
কোম্পানির পরিচালনা পর্ষদ প্রত্যাশা করছে, আগামীতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ এবং পলিসি বোনাস প্রতিবছর আরো সন্তোষজনক হারে বৃদ্ধি পাবে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, আমরা সবসময় গ্রাহকদের বিশ্বাস অটুট রেখে আসছি। আগামী দিনগুলোতেও যাতে গ্রাহকরা সন্তুষ্ট থাকেন সেই চেষ্টাও অব্যাহত রেখেছি।
ট্রাস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা ব্যক্ত করেছেন ভবিষ্যতে গ্রাহকদের জন্য এর চেয়েও ভালো কিছু আসবে এবং তারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও জানান গিয়াস উদ্দিন।