পেশাদার বা পেশাগত যোগ্যতা বলতে আমরা কি বুঝি

এ কে এম এহসানুল হক:

পেশাদার শব্দটি এক বৃহত্তর ওজন বহন করে। আমরা অনেকেই নিজেদের পেশাদার বলে দাবি করে থাকি। আসলে পেশাদার বা পেশাগত যোগ্যতা বলতে আমরা কি বুঝি? এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সততা, আন্তরিকতা, কাজের প্রতি গভীর অনুরাগ বা ভালোবাসা, নিষ্ঠা এবং শ্রদ্ধা।

উপরের বর্ণিত বিশেষ গুণাবলী ব্যতিত পেশাদারের বুনিয়াদ বা ভিত্তি মজবুত বা শক্তিশালী হতে পারে না।

অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে রয়েছে সময়ানুবর্তিতা, স্বাধীন এবং স্বতন্ত্রভাবে চিন্তা ও কাজ করার ক্ষমতা, যোগ্যতা, সঠিক এবং সময়মতো দায়িত্ব পালন বা সম্পাদন করা ইত্যাদি।

আমাদের মাঝে এক ধরণের স্বাভাবিক প্রবণতা হচ্ছে নিজেদের পেশাদার বলে জাহির করা। নিজেদের পেশাদার হিসেবে দাবি করার পূর্বে আমাদের উচিত এ ব্যাপারে সঠিক মূল্যায়ন করা। শুধু কথায় পেশাদার দাবি করা যথেষ্ট নয়, কাজেও এর প্রতিফলন প্রয়োজন।

আমরা যারা নিজেদের পেশাদার বলে দাবি করি তাদের অনেকেই সত্যিকার অর্থে পেশাদার নই। নিজের যোগ্যতার উপর আস্থা বা বিশ্বাসের অভাব, কাজের প্রতি অনিহা প্রভৃতি কারণে পেশাগত যোগ্যতার মান ক্রমশ নিম্নমুখী যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমরা স্বীকার করি বা নাই করি অন্যান্য পেশাজীবীদের মতো বীমাখাতের বেলায়ও এ কথা সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়নের জন্য আমরা কতটুকু দায়িত্ব পালন করছি বা অবদান রেখে চলেছি তা বিশ্লেষণ করে দেখতে হবে। আমরা পছন্দ করি বা না করি আমাদের এ ব্যাপারে ভষ্যিতে সত্যের মুখোমুখী দাঁড়াতে হবে।

সত্যিকার অর্থে বীমা পেশাদার হওয়ার জন্য যে সকল গুণাবলীর সমন্বয় প্রয়োজন তা অর্জন করা ব্যতিরেকে নিজেদের পেশাদার বলে আখ্যায়িত করা সঠিক হবে না। এই ধরণের মনোভাব সাধারণ মানুষের দৃষ্টিতে আমাদের পেশার জন্য অসম্মান বয়ে আনবে। যা বীমা শিল্পের জন্য মোটেই কাম্য নয়।

লেখক: এ কে এম এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। প্রায় চার দশক দুবাইয়ে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন বীমা কোম্পানিতে চাকরি করেছেন।

এ সময় তিনি লন্ডন থেকে ফেলো অফ দি চাটার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট (এফসিআইআই), এসোসিয়েটস অফ দি ইন্সটিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট (এআইআরএম) এবং এসোসিয়েট অফ দি চাটার্ড ইন্সটিটিউট অফ আরবিট্রেটরস (এসিআইআরবি) ডিগ্রি অর্জন করেন।

ইন্স্যুরেন্সের ওপর এ পর্যন্ত লেখকের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, যা দেশে এবং বিদেশে সমাদৃত। পেশায় লেখক একজন চাটার্ড ইন্স্যুরার। বর্তমানে তিনি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত।

ইন্স্যুরেন্সনিউজবিডি'র পাঠকদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বীমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখেছেন এ কে এম এহসানুল হক।