জয়পুরহাটে পপুলার লাইফ ইন্স্যুরেন্স’র মাতৃভাষা দিবস পালন

ডেস্ক রিপোর্ট:  জয়পুরহাটে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পপুলার ডিপিএস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পপুলার ডিপিএস প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও একুশে টেলিভিশন এবং দৈনিক আজকালের খবরের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম।

পপুলার লাইফের আলোচনা সভায় বক্তব্য রাখেন একক বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আল আমিন বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক গিয়াস উদ্দিন, পপুলার ডিপিএস প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মহিউদ্দিন, রাজু সরদার, একক বীমা প্রকল্পের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর সানজিদা আক্তার জুই, প্রমূখ।

এর আগে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রভাত ফেরি শেষে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।