ডককিউর হেলথ টেক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর জীবন বীমা সেবায় অগ্রদূত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি ডিজিটাল স্বাস্থ্য সেবা শিল্পে উন্নত প্রযুক্তিনির্ভর কোম্পানি ডককিউর হেলথ টেক লিমিটেডের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। 

এই চুক্তি অনুসারে, ডককিউর হেলথ টেক লিমিটেড গার্ডিয়ান লাইফের সাথে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে যুক্ত হয়েছে। এই যৌথ উদ্যোগটি দেশে ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স’ এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল জীবন বীমা পণ্য সরবরাহ করবে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং ডক কিউর হেলথ টেক লিমিটেডের সিইও ইঞ্জিনিয়ার মো. হাফিজুর রাহমান তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।    

এছাড়া ডককিউর হেলথ টেকের চিফ অপারেটিং অফিসার রাহাত বিন মাহবুব, হেড অফ বিজনেস শামস ইস্তিহাদ এবং গার্ডিয়ান লাইফের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, হেড অফ ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি ইয়াসিন আরাফাত এবং এভিপি (ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি) আরিফুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।