জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রগতি লাইফে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অলোচনা সভা ও বিশেষ মোনাজাতে কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বীমা কোম্পানিটির জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মুহাম্মদ শাহাদত হোসেন ভূঁঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।