ভারতে নন-লাইফ বীমায় প্রিমিয়াম সংগ্রহে ১৮% প্রবৃদ্ধি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের নন-লাইফ বীমাখাতে ২০১৭-১৮ অর্থবছরে প্রিমিয়াম সংগ্রহে ১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরে ১.৫০৭ ট্রিলিয়ন রুপি তথা ২২.৯৫ বিলিয়ন মার্কিন ডলার প্রিমিয়াম সংগ্রহ করে দেশটির নন-লাইফ খাতের বীমা কোম্পানিগুলো।
এরআগে ২০১৬-২০১৭ অর্থ বছরে খাতটিতে প্রিমিয়াম সংগ্রহ ছিল ১.২৮২ ট্রিলিয়ন রুপি। ২৫টি নন-লাইফ, ৬টি হেলথ ও ২টি বিশেষায়িত বীমা কোম্পানির মোট প্রিমিয়াম আয়ের এ চিত্র প্রকাশ করেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) ।
বীমা সংশ্লিষ্টরা বলছেন, ভারতের নন-লাইফ বীমাখাতে এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে হেলথ ইন্স্যুরেন্স এবং মটর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো।
হেলথ ইন্স্যুরেন্স বাদে বেসরকারি কোম্পানিগুলোতে ২২ শতাংশ এবং সরকারি কোম্পানিগুলোতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এরমধ্যে ২৫টি নন-লাইফ বীমা কোম্পানি ১৬.৯৫ শতাংশ, ৬টি স্বাস্থ্য বীমা কোম্পানি ৪১.৬১ শতাংশ এবং ২টি বিশেষায়িত বীমা কোম্পানি ১৭.৫৪ শতাংশ প্রবৃদ্ধি করেছে।
সরকারি খাতের ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্ডিয়া সম্মিলিতভাবে ২০১৮ অর্থ বছরে ৬৭৯.২ বিলিয়ন রুপি গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম (জিডিপি) সংগ্রহ করেছে।
আইআরডিএআই'র তথ্য অনুসারে, ভারতের নন-লাইফ বীমা বাজারের ৪৫.০৭ অংশ সরকারি কোম্পানিগুলোর দখলে আর বেসরকারি বীমা কোম্পানিগুলোর মার্কেট শেয়ার রয়েছে ৪৩.৪১ শতাংশ। বাকী ৫.৫০ শতাংশ হেলথ ইন্স্যুরেন্স এবং ৬.০১ শতাংশ বিশেষায়িত বীমা কোম্পানিগুলোর দখলে।