ভারতের বাজারে লাইফ বীমার ৭৭৬ প্রডাক্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বাজারে লাইফ বীমাখাতে ৭৭৬টি প্রডাক্ট প্রচলিত রয়েছে। দেশটির সরকারি বেসরকারি ২৪টি লাইফ বীমা কোম্পানি এসব পলিসি ইস্যু করছে। ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) গত ৩১ মার্চ পর্যন্ত এ হিসাব প্রকাশ করেছে।

নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রডাক্টের মধ্যে একক বীমার পলিসি রয়েছে ৫৮৭ ধরণের এবং গ্রুপ বীমার পলিসি রয়েছে ১৮৯ ধরণের। দেশটির ২৩টি বেসরকারি বীমা কোম্পানির প্রডাক্ট রয়েছে ৫৫৭টি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন এলআইসি অব ইন্ডিয়া'র নিজস্ব প্রডাক্ট রয়েছে ৩০টি।

বীমাখাত সংশ্লিষ্টদের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম মানিকন্ট্রোল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিটি বীমা কোম্পানিতে গড়ে ২০টিরও বেশি প্রডাক্ট রয়েছে গ্রাহকদের জন্য। তবে দেশের বীমা শিল্পের সিংহভাগ জুড়ে রয়েছে মাত্র ৩ থেকে ৪টি প্রডাক্ট, যেগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়।

আইআরডিএ'র তথ্যে দেখা গেছে, একই শ্রেণীর বিভিন্ন ধরণের প্রডাক্ট তৈরির প্রবণতা রয়েছে বীমা কোম্পানিগুলোর। তবে নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে নিরুৎসাহিত করছে বীমা কোম্পানিগুলোকে। এমনকি বছরে ৫টির বেশি নতুন প্রডাক্ট তৈরির অনুমোদন দেয় আইআরডিএআই।

প্রশ্ন উঠেছে, প্রত্যেকটি বীমা কোম্পানি তাদের বিভিন্ন ধরণের প্রডাক্টে কোন ধরণের নতুনত্ব আনতে পারছে কিনা যা বীমা গ্রাহকদের আকৃষ্ট করবে। বিশাল জনগোষ্ঠির দেশ ভারতে বীমাখাতের পেনিট্রেশন বা অন্তর্ভুক্তি খুবই সীমিত বলে বিবেচনা করা হয়।