বীমাখাতে শতভাগ বিদেশি বিনিয়োগের অনুমোদন দিচ্ছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমাখাতে শতভাগ বিদেশি বিনিয়োগের অনুমোদন দিতে যাচ্ছে ভারত সরকার। ইন্স্যুরেন্স ব্রোকিং, থার্ড পার্টি এডমিনিস্ট্রেটর, সার্ভেয়র এবং লস এসেসরস সেবার ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই'র এ সুযোগ রাখা হবে।

বর্তমানে ভারতের বীমাখাতে সর্বোচ্চ ৪৯ শতাংশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে। বীমাখাতকে আরো জোরদার করতে এবং এ খাতে বিনিয়োগ বাড়াতে এ ধরণের পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

দেশটির বীমা বিশ্লেষকরা বলছেন, দুর্বল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কারণের ভারতের বীমাখাত প্রভাবিত হচ্ছে। এ কারণে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরো শক্তিশালী করা প্রয়োজন। বর্তমানে ভারতের বীমাখাতে পেনিট্রেশন বা অন্তর্ভূক্তির হার ৩.৬ শতাংশ। সারাবিশ্বে যেখানে এর হার গড়ে ৬.২ শতাংশ।