লোকসানে পড়বে বীমাকারীরা

ভারতে থার্ড পার্টি বীমায় ৫ লাখ রুপি ক্ষতিপূরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: থার্ড পার্টি মোটর বীমায় মৃত্যুদাবির ক্ষেত্রে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া বাধ্যতামূলক করেছে ভারত। এরফলে দেশটির নন-লাইফ বীমাকারীরা বড় ধরণের লোকসানে পড়তে যাচ্ছে। আগামী কয়েক বছরে বীমা কোম্পানিগুলোর লোকসানের পরিমাণ দাঁড়াবে ১০০ থেকে ১৫০ বিলিয়ন রুপি।

ফোর্বস ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মোটর বীমাখাতে বর্তমানে ভারতের নন-লাইফ বীমা কোম্পানিগুলো ১৪০ শতাংশ পর্যন্ত লোকসানে রয়েছে। প্রত্যাশা অনুযায়ী প্রিমিয়াম হার না বাড়িয়ে বীমা দাবির ক্ষতিপূরণ বৃদ্ধি করায় ২০১৮-২০১৯ অর্থ বছরে কোম্পানিগুলোর লোকসানের মাত্রা ২৩০ শতাংশ ছাড়িয়ে যাবে।

সম্প্রতি রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে মন্ত্রণালয় একটি রুল জারি করে থার্ড পার্টি মোটর বীমায় মৃত্যুদাবির ক্ষতিপূরণের পরিমাণ সর্বনিম্ন ১০ গুণ বৃদ্ধি করে ৫ লাখ রুপি বা ৭ হাজার ৪শ' মার্কিন ডলার নির্ধারণ করেছে। এরআগে দেশটিতে থার্ড পার্টি মোটর বীমায় মৃত্যুদাবির ক্ষতিপূরণ ছিল ৫০ হাজার রুপি।

বর্তমানে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার রুপি। এরআগে যার পরিমাণ ছিল ২৫ হাজার রুপি। তবে প্রতিটি বীমা দাবির ক্ষেত্রে গড়ে ৩ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে বীমা কোম্পানিগুলোকে। গত ২২ মে থেকে নতুন বিধান কার্যকর করা হয়েছে।

বীমা কোম্পানিগুলোর পক্ষ থেকে মোটর বীমার প্রিমিয়াম হার আগের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে খাতটির নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমন্টে অথরিটি (আইআরডিএআই) মোটর বীমার প্রিমিয়াম হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়িয়েছে।

গত বছরের ১ এপ্রিল থেকে পণ্য পরিবাহী যানবাহনের ক্ষেত্রে তিন চাকার যান ব্যতিত অন্যান্য গণ পরিবহনের প্রিমিয়াম ১৫ হাজার ৩৬৫ রুপি থেকে ২৪ হাজার ৭০৮ রুপি। আর পণ্য পরিবাহী বাদে অন্যান্য শ্রেণীর যানবাহনের প্রিমিয়াম ১৯ হাজার ৬৬৭ রুপি থেকে ৩৩ হাজার ২৪ রুপি।

বীমা কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে গত বছরের ২৮ মার্চ বিভিন্ন শ্রেণীর যানবাহনের প্রিমিয়াম হার ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছিল আইআরডিএআই। এরপরই ট্রাক মালিকদের বিভিন্ন সংগঠন প্রিমিয়াম হার কমানোর দাবিতে ধর্মঘট শুরু করে। প্রতিবাদের মুখে দু'সপ্তাহ পর আবার প্রিমিয়াম কমানোর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা।

অন্যদিকে দীর্ঘ মেয়াদী মোটর থার্ড পার্টি লায়াবিলিটি বীমাও চালু করতে যাচ্ছে ভারত।এরইমধ্যে দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই সকল নন-লাইফ বীমা কোম্পানিকে দীর্ঘ মেয়াদী বীমা পণ্য ডিজাইন করার নির্দেশ দিয়েছে। দুই চাকার মোটরযানের জন্য ৫ বছর মেয়াদী এবং তিন চাকার মোটরযানের জন্য ৩ বছরের বীমা পণ্য চালু করা হবে।