স্কুলপাঠ্যে বীমা যুক্ত করতে যাচ্ছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্কুলপাঠ্যে বীমাকে যুক্ত করতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) এ বিষয়ে প্রস্তাব করেছেন। তারা বলছেন, স্কুল জীবন থেকেই বীমা বিষয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।

বীমাকে স্কুল পাঠ্যসূচিতে সংযুক্ত করার বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আইআরডিএআই'র সদস্য (বিতরণ) সুজয় ব্যানার্জি। তিনি বলেছেন, এতে করে শিশুরা জীবনের শুরুতেই বীমার সুবিধাগুলোর সঙ্গে পরিচিত হতে পারবে এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে।

হায়দারাবাদে অনুষ্ঠিত বীমা বিষয়ক একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সুজয় ব্যানার্জি। তিনি আরো বলেন, স্কুলে বীমা শিক্ষা দেয়া হলে শিক্ষার্থীরা বীমাখাতে চাকরির সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পাবে। স্থানীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সুজয় ব্যানার্জির বক্তব্য অনুসারে, স্কুলপাঠ্যে বীমা শিক্ষা যুক্ত করা হলে জনসচেতনতা সৃষ্টির উপায় হিসেবে কাজ করবে এবং দেশের বীমার অন্তর্ভুক্তিও বাড়বে। বর্তমানে ভারতের জিডিপি'তে বীমার অন্তর্ভুক্তি ৩.৪৯ শতাংশ। অথচ বিশ্বজুড়ে বীমার অন্তর্ভুক্তি গড়ে প্রায় ৬ শতাংশ।