টাউনসভিলের বন্যায় ১৬৫ মিলিয়ন ডলার দিচ্ছে বীমা
পাপলু রহমান: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে গত দুই সপ্তাহের বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাকবলিত এলাকার বাসিন্দারা ঘরে ফেরা শুরু করেছে। বন্যার পানিও ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে জনজীবন এখনো স্বাভাবিক হয়নি।
ইন্স্যুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া (আইসিএ) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যটির উত্তর-পূর্বাঞ্চলীয় টাউনসভিল নগরীতে প্রায় ১৬৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার দাবি করেছে ১৩ হাজার ৫৬০ জনেরও বেশি গ্রাহক। ইতিমধ্যে বীমা কোম্পানিগুলো ১৬ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার বন্যাকবলিতদের পরিশোধ করেছে।
আইসিএ জানায়, বন্যায় টাউনসভিল শহরে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন লাখ গবাদিপশু ভাসিয়ে নিয়েছে। বীমাগ্রাহকরা তাদের দাবি পূরণে জোর দিচ্ছে।
এদিকে বন্যার সময় কুইন্সল্যান্ড রাজ্যের রোস নদীর পানির উচ্চতা বাঁধের ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়। বাঁধের ফটক খুলে দেয়ার ফলে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। অস্ট্রেলিয়ার এস এন্ড পি গ্লোবাল রেটিংস আশঙ্কা করছে, শহরটির ২০ হাজার বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় সম্ভাব্য আরও বীমা দাবি আসবে।
বন্যার্তদের ঝুঁকি মোকাবেলায় বৃহত্তম বীমা কোম্পানি সানক্রপ ও ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়া গ্রুপ কাজ করছে।
২০১৩ সালে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যে ঘূর্ণিঝড়ে প্রায় ১২৬ কোটি অস্ট্রেলীয় ডলার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, গত ২০ বছরে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুইন্সল্যান্ডে। রাজ্যটিতে প্রতিবছরই বর্ষার মৌসুমে গড়ে প্রায় ২ হাজার মিলিমিটার বৃষ্টি হয়।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সবাইকে সহযোগী মনোভাব দেখানোর আহ্বান জানিয়েছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।