নেতিবাচক প্রবৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার লাইফ বীমা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার শীর্ষ লাইফ বীমা কোম্পানিগুলো ২০১৮ সালের টার্গেট পূরণ করতে পারেনি। গেল বছরের শুরু থেকেই কোম্পানিগুলোর প্রবৃদ্ধি নিম্নমুখী ছিল।
বিজনেস কোরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক বছর দেশটির নতুন পলিসি বিক্রির সংখ্যা কমছে। প্রধান বীমা কোম্পানি স্যামসাং লাইফ ও হানওহা লাইফেরও পলিসি বিক্রির সংখ্যা বাড়েনি এবং প্রিমিয়ামের হারও ছিল ২ থেকে ৩ শতাংশ।
কয়েক বছর ধরেই লাইফ বীমা বাজারে নেতিবাচক প্রবৃদ্ধি দেখছে বীমা কোম্পানিগুলো। গত বছরের তুলনায় দক্ষিণ কোরিয়ার শীর্ষ তিনটি কোম্পানির ২ শতাংশ প্রিমিয়াম আয় কমেছে। সম্প্রতি কোরিয়ার বীমা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম আয় ৩.৮ শতাংশ হ্রাস পাবে।
দেশটির লাইফ বীমাকারীদের নেতিবাচক প্রবৃদ্ধি স্থায়ী হয়ে উঠেছে। দুর্বল বীমা বাজার ও কম বীমা চাহিদার কারণে কোম্পানিগুলো পলিসি বিক্রির সংখ্যা বাড়ছে না।
স্যামসাং লাইফ ইন্স্যুরেন্সের ২০১৫ সালে প্রিমিয়াম সংগ্রহ ছিল ২.৪৭ ট্রিলিয়ন উয়ন, ২০১৬ সালে ছিল ১.৪৭ ট্রিলিয়ন উয়ন, ২০১৭ সালে দাঁড়ায় ১.৪০ ট্রিলিয়ন উয়ন। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত প্রিমিয়াম আয় হয়েছিল ১.২০ ট্রিলিয়ন উয়ন।
গত সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সেরা ১০টি লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম সংগ্রহ ছিল ৭৩২.৬০ বিলিয়ন উয়ন। যা বিগত বছরের তুলনায় ২২.১ শতাংশ কমেছে।