দুর্যোগ আক্রান্ত ফিলিপাইনে বীমাগ্রহীতা ১৭%
পাপলু রহমান: ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি সামুদ্রিক ঝড় ‘টাইফুন’ আঘাত হানে। টাইফুনের আঘাতে দেশটির অনেক ক্ষয়ক্ষতি হয়। যদিও ফিলিপিনোরা আত্মনির্ভরশীল, তবে দুর্যোগ হলে ৭৫ শতাংশ মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে না। আর দুর্যোগ থেকে বাঁচতে বীমার প্রয়োজন মনে করেন মাত্র ১৭ শতাংশ মানুষ। তারা লাইফ, হেলথ, হোম এবং সম্পদ বীমার সঙ্গে জড়িত।
ফিলিপাইনের দুর্যোগ নিয়ে হার্ভার্ড হিউম্যানিট্রিয়ান ইনিশিয়েটিভ (এইচএইচআই)’র এক গবেষণায় দেখা গেছে, দেশটির ৩৬ শতাংশ মানুষ দুর্যোগ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এইচএইচআই বলছে, ৪৭ শতাংশ মানুষ দাবি করছে তারা গত পাঁচ বছরে দুর্যোগ প্রতিরোধে সচেতন ছিলেন না এবং তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি।
গবেষণায় বলা হয়েছে, যদিও অনেক ফিলিপিনো দুর্যোগের ফলে সম্পত্তি ক্ষতির সম্মুখীন হয়, তবুও তারা বীমা কোম্পানিগুলোর কাছে উপেক্ষিত থাকে। এ বিষয়ে সরকার ও বীমা কোম্পানিগুলোর মনোযোগ দেয়া প্রয়োজন।
ফিলিপাইনের দুর্যোগ প্রস্তুতি নিয়ে প্রথম পরিবার জরিপ ছিল এটি। ২০১৭ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দেশব্যাপী চার হাজার ৩৬৮ জনের কাছে তথ্য নিয়ে এটি পরিচালনা করে এইচএইচআই। এ মাসের শুরুতে বিভিন্ন গণমাধ্যমে তাদের ফলাফল প্রকাশিত হয়।
উল্লেখ্য, সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ফিলিপাইনে ২০১৩ সালে ৭ হাজার ৩৬০ জনেরও বেশি মানুষ মারা যায়।