প্রবৃদ্ধি নেই ভারতের নন-লাইফ বীমাখাতে
আন্তর্জাতিক ডেস্ক: চলতি অর্থবছরে ভারতের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রবৃদ্ধি বাড়েনি। আগামী ৩১ মার্চ এ অর্থবছরটি শেষ হবে। ২০১৮ অর্থবছরে কোম্পানিগুলোর আয় দাঁড়িয়েছিল ১.৫ ট্রিলিয়ন রুপি। যা এই অর্ধবছরে সেই মাত্রা ছাড়িয়ে যেতে কোম্পানিগুলো কঠোর সংগ্রাম করছে।
ডেকান হেরাল্ড এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের স্বাস্থ্য সেবা বীমা আয়ুষ্মান ভারত প্রকল্পের অগ্রগতি প্রত্যাশিত ছিল। কিন্তু প্রকল্পটি দেশটির বহু রাজ্যে অলাভজনক হয়ে উঠে।
এছাড়া প্রতিযোগিতামূলক বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফসল বীমা যোজনার প্রিমিয়াম আয় কম হয়েছে। যার ফলে প্রবৃদ্ধি অর্জিত হয়নি। আর রাজনৈতিক কারণে ফসল বীমা যোজনা বিহার রাজ্য থেকে বাদ পড়েছে।
আইআরডিএআই’র তথ্য অনুসারে, ২০১৭ সালেই নন-লাইফ বীমা কোম্পানিগুলোর চলতি অর্থবছরের প্রিমিয়াম আয় ১৩.১ শতাংশ বাড়বে বলে ধরা হয়েছিল। ২০১৮ সালে (এপ্রিল-ডিসেম্বর) নন-লাইফ বীমার (রাষ্ট্রীয় বীমাকারী, বেসরকারি বীমাকারী, বিশেষায়িত সরকারি বীমাকারী ও স্বতন্ত্র বীমাকারী) প্রিমিয়াম আয় দাঁড়িয়েছিল ১.২৩ ট্রিলিয়ন রুপি।