কুইন্সল্যান্ডের বন্যায় ৬০৬ মিলিয়ন ডলার বীমা দাবি
পাপলু রহমান: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের বন্যায় প্রায় ৬০৬ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার দাবি করেছে ১৫ হাজার ৫৭১ জনেরও বেশি গ্রাহক। ইন্স্যুরেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া (আইসিএ) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এরমধ্যে ৯০ শতাংশ আবাসিক ও ১০ শতাংশ বাণিজ্যিক ক্ষয়ক্ষতিজনিত কারণে বীমা দাবি উঠেছে।
আইসিএ জানায়, বন্যায় টাউনসভিল শহরে শত শত ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন লাখ গবাদিপশুর মৃত্যু হয়েছে। ৪৫০টি ঘরবাড়ি ডুবে গেছে। বন্যার সময় কুইন্সল্যান্ডের রোস নদীর পানির উচ্চতা বাঁধের ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়। বাঁধের ফটক খুলে দেয়ার ফলে জীবন ও সম্পদ ক্ষতি হয়।
রাজ্যের সবচেয়ে বেশি বন্যার কবলে পড়া টাউনসভিল শহরে ২৪ ঘণ্টায় বৃষ্টির অনুপাত ছিল প্রায় ৫০৬ মিলিমিটার। এদিকে বন্যার্তদের ঝুঁকি মোকাবেলায় বৃহত্তম বীমা কোম্পানি সানক্রপ ও ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়া গ্রুপ কাজ করছে।
এর আগে ২০১৩ সালে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যে ঘূর্ণিঝড়ে প্রায় ১২৬ কোটি অস্ট্রেলীয় ডলার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, গত ২০ বছরে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুইন্সল্যান্ডে। রাজ্যটিতে প্রতিবছরই বর্ষার মৌসুমে গড়ে প্রায় ২ হাজার মিলিমিটার বৃষ্টি হয়।
২০১৮ সালে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগে ১৬০ বিলিয়ন আর্থিক ক্ষতি হয়। বীমা কোম্পানিগুলো সে বছর ৮০ বিলিয়ন ডলার বীমা দাবি পরিশোধ করে। সে বছরের ডিসেম্বরে সিডনিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা বীমা কোম্পানিগুলোর কাছে ১০ মিলিয়ন ডলার বীমা দাবি করে। আর নভেম্বরে ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরে সৃষ্ট দাবানলে ১৬.৫ বিলিয়ন ডলার ক্ষতি হয়; যার মধ্যে ১২.৫ বিলিয়ন ডলার সম্পদের বীমা করা ছিল।