বীমা শিল্পে এগিয়ে যাচ্ছে তিউনেসিয়া
আন্তর্জাতিক ডেস্ক: তিউনেসিয়ার বীমা শিল্পে গেল বছর প্রবৃদ্ধি উল্লেখযোগ্যহারে বেড়েছে। দেশটির জেনারেল ইন্স্যুরেন্স কমিটির (সিজিএ) সভাপতি হাফেজ আল ঘার্বি দেশটির সংবাদমাধ্যমে জানান, গত বছর লাইফ বীমা কোম্পানিগুলো ভালো ব্যবসা করেছে এবং এ বছরেও ভালো করবে।
তিউনেসিয়ার বীমা নিয়ন্ত্রক সংস্থা সিজিএ’র মতে, ২০১৮ সালে দেশটিতে লাইফ বীমাখাতে ১৬.৫ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫১৮ মিলিয়ন দিনার। অন্যদিকে নন-লাইফে ৮.১ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮২২ মিলিয়ন দিনার।
সিজিএ’র প্রতিবেদনে দেখা যায়, ২০১৭ সালে বীমাশিল্প থেকে দেশটির প্রিমিয়াম আয় ছিল ২ হাজার ৮৮ মিলিয়ন দিনার। কিন্তু তা ২০১৮ সালে ১২.৬ শতাংশ প্রবৃদ্ধি বেড়ে প্রিমিয়াম আয় দাঁড়ায় ২ হাজার ৩৪০ মিলিয়ন দিনার।
সিজিএ’র সভাপতি ঘার্বি বলেন, গত দশক ধরে তিউনেসিয়ার সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বিরাজমান রয়েছে। এরপরও বীমা বাণিজ্যের প্রবৃদ্ধি সন্তোষজনক। নন-লাইফের তুলনায় লাইফ বীমার প্রিমিয়াম আয় দ্রুত বেড়েছে।
ঘার্বি আশা করছেন, চলতি বছর লাইফ বীমাখাতে প্রবৃদ্ধি বাড়বে ১৬ শতাংশ এবং প্রিমিয়াম আয় অর্জিত হবে ৬০০ মিলিয়ন দিনার। আর নন-লাইফে প্রবৃদ্ধি বাড়বে ১০.৭ শতাংশ; যার প্রিমিয়াম আয় দাঁড়াবে ২ বিলিয়ন দিনার।