বীমা জালিয়াতিতে ৫ বছরের জেল, ৪ লাখ রিয়াল জরিমানা
ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবে বীমা বিষয়ে সচেতনতা বাড়াতে দেশটির গণমাধ্যম ও ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস কমিটি একটি প্রচারণা শুরু করেছে। প্রচারণায় মোটর ও স্বাস্থ্য বীমার জালিয়াতি ও জরিমানা সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে।
প্রচারণায় বলা হয়, বীমা সংক্রান্ত জালিয়াতির ঘটনা ঘটলে পাঁচ বছরের কারাদণ্ড ও চার লাখ সৌদি রিয়াল জারিমানা হতে পারে।
তাই ইন্স্যুরেন্স কোম্পানি দেশটির নিবন্ধিত বীমা কোম্পানি কিংবা তাদের অনুমোদিত এজেন্টের থেকে বীমা সার্টিফিকেট কেনার আহ্বান জানিয়েছে।
কমিটির মুখপাত্র আদেল আল-ইসা বলেন, বীমার যেকোনো তথ্য গোপন ও পরিবর্তন করা হলে সৌদি আইন অনুযায়ী জালিয়াতিযোগ্য শাস্তি হিসাবে বিবেচিত হবে।
জালিয়াতি প্রতিরোধ আইনের ১৩ নং অনুচ্ছদে বলা হয়েছে, যে কেউ কোনো বাণিজ্যিক, আর্থিক বা ব্যাংক নথিপত্র বা বীমা সার্টিফিকেট সংক্রান্ত কোনো ধরনের জালিয়াতি করে তাহলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড ও চার লাখ সৌদি রিয়াল জারিমানা হতে পারে।
আদেল আল-ইসা বলেন, কমিটির লক্ষ্য হলো সাধারণ জনগণের মধ্যে বীমা সচেতনতা বাড়ানো এবং সমস্ত প্রাসঙ্গিক খাতের বীমা নিশ্চিত করা। যাতে করে সবপক্ষই বীমার সুবিধা পেতে পারে। আমরা অনেক জালিয়াতি মামলা পেয়েছি যেখানে অনেকেই অনুমোদনহীন বীমা এজেন্টদের থেকে বীমা পলিসি কিনেছিল এবং প্রতারিত হয়েছিল।
তিনি বলেন, এই প্রচারণায় সাধারণ মানুষের বীমা সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে এবং নিবন্ধিত বীমা কোম্পানি থেকে পলিসি গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।