বীমায় পিছিয়ে ভারতের শহুরে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে শহুরে নারী কর্মজীবীদের লাইফ ও মেয়াদি বীমা পলিসিতে উদাসীনতা রয়েছে। তবে এসব পলিসির ব্যাপারে পুরুষ কর্মজীবীরা সচেতন। সম্প্রতি ম্যাক্স লাইফের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপ প্রতিবেদন অনুযায়ী, ভারতের ৫০ ভাগ শহুরে নারীদের লাইফ বীমা পলিসি রয়েছে। এরমধ্যে ১৮ ভাগের রয়েছে মেয়াদ বা টার্ম পলিসি। অন্যদিকে, ৬৮ ভাগ পুরুষ লাইফ বীমা পলিসির আওতায় রয়েছে। যার মধ্যে ২২ ভাগ পুরুষ রয়েছে মেয়াদি পলিসির আওতায়।

জরিপে দেখা গেছে, শহুরে ৪২ ভাগ উপার্জনকারী নারী সঞ্চয় ও বিনিয়োগ ছাড়াই আয়ের অংশ খরচ করে। এমন পুরুষ উপার্জনকারীর সংখ্যা রয়েছে ৩৮ ভাগ।

শহরে নারীরা সন্তানদের সুরক্ষা ও বৃদ্ধ বয়সে নিরাপত্তার জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দিয়ে থাকে। জরিপ অনুযায়ী, শহুরে জনসংখ্যার ১০০ কর্মজীবীর মধ্যে ৬৫ জনের আর্থিক সুরক্ষা অর্থাৎ বীমা পলিসি রয়েছে। তবে পলিসিগ্রাহকদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। এরমধ্যে ২১ ভাগের রয়েছে মেয়াদ পলিসি এবং ৫৭ ভাগ লোকেরই এই পলিসিতে আগ্রহ কম।

ম্যাক্স লাইফ ইন্সুরেন্সের এমডি ও সিইও প্রশান্ত ত্রিপথী বলেন, আর্থিক সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে মৌলিক ও সুলভ মাধ্যম উপায় হলো মেয়াদি বীমা। তবে ভারতের শহরজুড়ে মেয়াদি বীমার তেমন অগ্রগতি নেই। প্রত্যেকের জীবন ও পরিবারের জন্য এই পলিসি খুবই প্রয়োজন। আমরা আশা করছি এই জরিপের ফলাফল বীমা শিল্পকে জাগ্রত করবে।

জরিপটি ২২টি শহরে চার হাজার ৫৬৬ জন প্রতিনিধির তথ্যের উপর ভিত্তি করে সম্পাদন করা হয়।