সরকারি বীমায় ৫৪টি মেডিকেল টেস্টের সুবিধা
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে দেরাদুন রাজ্যে চিকিৎসা বীমা ‘আয়ুষ্মান’ সেবা বাড়িয়েছে রাজ্য সরকার। এর আগে আয়ুষ্মান বীমার আওতায় রাজ্যটিতে ৩০টি মেডিকেল টেস্টের সুবিধা পাওয়া যেত। এখন থেকে ৫৪টি মেডিকেল টেস্ট করানো যাবে।
নগর উন্নয়ন মন্ত্রী মদন কৌশিক বলেন, কমিউনিটি হেলথ কেয়ারগুলোতে আয়ুষ্মান ভারতের আওতায় বিনামূল্যে ২৮টি ও জেলা পর্যায়ে ৩০টি মেডিকেল টেস্টের সুবিধা ছিল। এবার এ প্রকল্পের অধীনে ইসিজি, এক্স-রে, রক্ত পরীক্ষাসহ ৫৪টি মেডিকেল টেস্টের সুবিধা প্রদান করা হবে।
এরইমধ্যে মন্ত্রিসভা এ প্রকল্পকে সফল করতে যেসব হাসপাতালগুলোতে খালি পদ রয়েছে সেগুলো পূরণ করতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ দিয়েছে। এছাড়া মন্ত্রিসভা আয়ুষ্মান চিকিৎসকদের বেতন বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে শহরে এলাকায় আয়ুষ্মান চিকিৎসকরা বেতন পান ৩৬ হাজার রুপি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার রুপি। একইভাবে প্রান্তিক এলাকায় যেসব চিকিৎসরা রয়েছেন তাদের বেতন ৪৪ হাজার রুপি থেকে দাঁড়িয়েছে ৫৫ হাজার রুপি।
অন্যদিকে তামিলনাডুতে এক কোটি ৫৭ লাখ মানুষ আয়ুষ্মান ভারত সেবার আওতায় রয়েছে। তাদের চিকিৎসা ব্যয়ের জন্য ২০০ কোটি রুপিও বরাদ্দ রয়েছে। এছাড়া বীমা কোম্পানিগুলো এই প্রকল্পে ১০ কোটি পরিবারের জন্য ৫ লাখ রুপি কাভার করছে।
মূলত গরীব মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই ‘আয়ুষ্মান ভারত’ বীমা প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ৫ লাখ রুপি পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে সুবিধাবঞ্চিতদের। এজন্য প্রতিবছর প্রিমিয়াম দিতে হয় ১ হাজার ২০০ রুপি। প্রকল্পটির ৬০ শতাংশ খরচ বহন করছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ খরচা সংশ্লিষ্ট রাজ্যের। প্রকল্পটি বিজেপি শাসিত রাজ্যগুলোতে চালু রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলী ঘোষণা করেছিলেন ‘আয়ুষ্মান ভারত’ বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য প্রকল্প। গত ২৫ সেপ্টেম্বর এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।