ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, ক্ষতি পর্যবেক্ষণে বীমাকারীরা
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় বন্যায় কমপক্ষে ৫৮ জনের মৃত্যু ও ৫৯ জন মারাত্মকভাবে আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে পাপুয়া অঞ্চলে শনিবার রাতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।
দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রাদেশিক সরকার দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এ ঘটনা পর্যবেক্ষণে মাঠে নেমেছে বীমা এবং পুনর্বীমা কোম্পানিগুলোও। ইন্স্যুরেন্স এশিয়া নিউজে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন সামরিক বাহিনি, পুলিশ ও মেডিকেল কর্মীরা। তারা জানান, বন্যায় মৃতের সংখ্যা ও সম্পদের ক্ষতি বাড়তে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সেনতানি শহরে শনিবার টানা বৃষ্টি ও ভূমিধসের ফলে অসংখ্য বাড়ির ক্ষতি হয়। ভূমিধসের কারণে আকস্মিক ওই বন্যার সৃষ্টি হয়েছে।
ইন্দোনেশিয়া বৃহত্তম প্রদেশ পাপুয়া। এটি একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রায় তিন মিলিয়ন মানুষ এখানে বাস করে। এটি পাপুয়া নিউ গিনির সীমান্তে ঘেরা।
রোববার লামকক দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে দুই জন নিহত হয়েছে, যার মধ্যে একজন মালয়েশিয়ার পর্যটক রয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছে। এই বছর ইন্দোনেশিয়াতে বেশ কয়েকটি বড় বন্যা ঘটেছে। জানুয়ারিতে সুলাভেসি দ্বীপে অন্তত ৭০ জন মানুষ বন্যা ও ভূমিধসে নিহত হয়েছিল।