কিস্তিতে নিতে হবে বীমার টাকা

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমার টাকা একসঙ্গে পাওয়ার চেয়ে কয়েক বছরের কিস্তিতে পাওয়ার সুবিধা আছে বলে মনে করছে ভারতের বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ। সেজন্য ব্যক্তিগত দুর্ঘটনা, স্বাস্থ্যবীমার মতো কয়েকটি ক্ষেত্রে বীমার টাকা কিস্তিতে পরিশোধ করা যায় কিনা তা পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে সংস্থাটি।

প্রস্তাবটি খতিয়ে দেখার পর গত জানুয়ারিতে এই সংক্রান্ত একটি রিপোর্ট আইআরডিএ'র কাছে জমা দেয় ওই কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী, আইআরডিএ কিস্তিতে বীমার টাকা পলিসিহোল্ডারদের দেয়া নিয়ে একটি খসড়া প্রকাশ করেছে এবং বিষয়টির উপর সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চাওয়া হয়েছে।

খসড়া অনুযায়ী, পলিসিহোল্ডারদের একসঙ্গে বীমার টাকা দেয়ার পাশাপাশি ওই টাকা কিস্তিতে নেয়ারও বিকল্প সুবিধা থাকবে। একইসঙ্গে এই সুবিধা পলিসি কেনার সময় অথবা পলিসি চলার যে কোনও সময়ে বেছে নেয়ার সুযোগ পলিসিহোল্ডারকে দিতে হবে। এজন্য বীমা কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা বীমা কোম্পানিগুলোকে নিতে হবে।

এছাড়া খসড়ায় আরও বলা হয়েছে, মোট বীমা টাকার নির্দিষ্ট অঙ্ক এককালীন ও বাকি টাকা কিস্তিতেও নেয়ার সুযোগ থাকবে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, কিস্তিতে বীমার টাকা দেয়ার সময়কাল সর্বাধিক ৫ বছর হতে হবে। অর্থাৎ পলিসিহোল্ডার বীমা দাবি করার পর সর্বাধিক পাঁচ বছর টাকা পরিশোধ করা যাবে।

তবে বীমার টাকা পাওয়ার বিকল্প উপায় গ্রাহক বেছে না নিলে বীমার প্রিমিয়ামে কোনও পার্থক্য থাকবে না। অন্যদিকে পলিসিহোল্ডাররা একসঙ্গে যতো টাকা পাবে কিস্তিতে নিলে তার চেয়ে বেশি টাকা বীমা কোম্পানিকে দিতে হবে।

এজন্য আইআরডিএ বলেছে, বীমা কোম্পানিগুলো এ বিষয়ে স্পষ্ট থাকতে হবে যাতে গ্রাহক তার পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারে।