মানসিক রোগেও বীমার টাকা

 

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবসাদ, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডারের মতো মানসিক অসুখের ক্ষেত্রেও বীমার টাকা দেয়ার নির্দেশ রয়েছে ভারতে। দেশটির বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ এ নির্দেশনা জারি করে।

পৃথিবীর অনেক দেশেই মানসিক অসুস্থতায় বীমা নতুন কিছু নয়। এই ধরনের অসুখ ধরা পড়ার পরে ২-৩ বছর অপেক্ষা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে বীমার আওতায় আনা হয়। ভারতের দ্য মেন্টাল হেলথকেয়ার অ্যাক্ট ২০১৭ অনুসারে, শারীরিক অসুস্থতার জন্য যেভাবে স্বাস্থ্যবীমার টাকা দেয়া হয়, মানসিক অসুস্থতার ক্ষেত্রেও তেমন ভাবেই তা বাধ্যতামূলক করা হয়েছে।

আইআরডিএ মনে করে, নতুন নতুন রোগ বীমার আওতায় আসলে বীমা ব্যবসার সার্বিক পরিধি বৃদ্ধি পাবে। এজন্য গত বছর এইডস, পার্কিনসন্স, অ্যালঝাইমার্স, মরবিড ওবেসিটির মতো ১৭টি রোগ বীমার আওতায় আনা হয়। এর আগে এসব রোগ স্বাস্থ্য বীমার আওতার বাইরে ছিল।

দেশটির ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রেসিডেন্ট রেজাউল করিম বলেন, আমি মনে করি কোনো রোগ স্বাস্থ্য বীমার আওতার বাইরে থাকা উচিত নয়। কারণ চিকিৎসা বিজ্ঞানের দ্রুত উন্নতি হচ্ছে। আগে যে ক্যান্সার সম্পূর্ণ হাতের বাইরে ছিল, তা-ও সম্ভব হচ্ছে। কিছু ক্ষেত্রে অনেকাংশে নিরাময় হচ্ছে। তাই যে রোগের আজ কোনও চিকিৎসা নেই, আগামী দিনে তার চিকিৎসা সম্ভব হবে।

২০০১-০২ সালে দেশে স্বাস্থ্য বীমার মোট প্রিমিয়ামের পরিমাণ ছিল ৭৪১ কোটি টাকা। ২০১৭-১৮ সালে সেই পরিমান বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭ হাজার কোটি টাকা। আগামী চার-পাঁচ বছরে স্বাস্থ্য বীমা ক্ষেত্রে বৃদ্ধির হার ২৪-২৫ শতাংশ থাকতে পারে।

২০২২ সালে স্বাস্থ্য বীমায় মোট বার্ষিক প্রিমিয়াম এক লক্ষ কোটি টাকা সীমারেখা অতিক্রম করতে পারে বলে ধারণা করছে আইআরডিএ।