বীমা না থাকলেও মিলবে ক্ষতিপূরণ

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের বর্ধমান জেলায় প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। ক্ষতিগ্রস্ত চাষিদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার কালবৈশাখী ঝড়ের পর মঙ্গলবার ক্ষয়ক্ষতির অবস্থা সরেজমিনে দেখেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। এদিন কাশীপুর, বনপাশ, গ্রামডিহি, বামুনারা-সহ একাধিক সমবায় সমিতির অফিসে গিয়েও ক্ষতিপূরণে বীমার প্রসঙ্গে কথা বলেন তিনি।

ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রদীপ মজুমদার বলেন, সারা বিশ্বের মধ্যে আমাদের রাজ্যই একমাত্র কৃষকদের বীমার প্রিমিয়াম সরকারিভাবে জমা করে। ২০১৫ সাল থেকে আমাদের সরকার এই ক্ষতিপূরণ দিচ্ছে। যাদের বীমা নেই তারাও ক্ষতিপূরণ পাবেন। কারণ প্রাকৃতিক বিপর্যয় নির্বাচন বিধির মধ্যে পড়ে না।

তিনি বলেন, বীমার শর্ত অনুযায়ী বিপর্যস্ত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বীমা কোম্পানিকে বিষয়টি জানাতে হয়। সেই অর্থে বুধবার বীমা কোম্পানির কাছে কৃষকরা যাতে তাদের ক্ষতির কথা জানাতে পারেন সেটা আমরা তাদের বুঝিয়েছি।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আমাদের দপ্তরের কর্মীরাও কাজ করছে। ১০০ শতাংশ কৃষকদের আমরা বীমার আওতায় আনতে পারিনি। তবে প্রায় ৮০ শতাংশ যারা বীমার আওতায় আছেন তাদের নিয়মটা জানানোই প্রথম কাজ।

জেলার কৃষি অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, কয়েকটি এলাকায় কৃষকরা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি। বীমার আবেদন কী ভাবে করবেন সেটাও বলেছি। ক্ষতিপূরণ তাঁৎরা বীমা কোম্পানির কাছ থেকে পাবেন।