প্রাকৃতিক বিপর্যয়ে ৬ মাসে বীমাখাতের লোকসান ২২ বিলিয়ন ডলার
ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বব্যাপী ঘূর্ণিঝড়, ভূমিধস, বন্যা ও দাবানলে গত ৬ মাসে বীমাখাতের আর্থিক লোকসান হয়েছে ২২ বিলিয়ন মার্কিন ডলার। এরআগে ২০১৬ সালের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে ২০১৭ সালের প্রথমার্ধে বীমাখাতে লোকসান কমেছে ৩৫ শতাংশ। শীর্ষস্থানীয় পুনর্বীমা মধ্যস্থতাকারি প্রতিষ্ঠান আওন বেনফিল্ড সম্প্রতি এক প্রতিবেদনে এ দাবি করেছে।
অন্যদিকে জার্মান ভিত্তিক পুনর্বীমা কোম্পানি মিউনিক রি প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বব্যাপী ঘূর্ণিঝড়, ভূমিধস, বন্যা ও দাবানলে আর্থিক লোকসান হয়েছে ৪১ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে বীমাখাতের লোকসান হয়েছে ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সালে বীমাখাতের ক্ষতি হয় ৩২ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে এবছর ৬৪ শতাংশ লোকসান কমেছে।
"গ্লোবাল ক্যাটাস্ট্রোফ রিক্যাপ:ফার্স্ট হাফ অব ২০১৭" শীর্ষক প্রতিবেদনে আওন বেনফিল্ড আরো জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বব্যাপী আর্থিক লোকসান হয়েছে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। যা বিগত ১০ বছরের গড় ক্ষতি ১২২ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে ৫৬ শতাংশ কম। এছাড়া বিগত ১৭ বছরের গড় ক্ষতি ৮৭ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে এবারের ক্ষতির পরিমাণ ৩৯ শতাংশ কম।
প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালের মে মাসের প্রথমার্ধে টানা ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রভাব ফেলে, এসময় বড় ধরণের ক্ষতির ঘটনা ঘটে। শারীরিক ক্ষতি এবং ব্যবসায় বিঘ্ন সৃষ্টির কারণে এ সময় দেশটিতে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়। বছরের প্রথামর্ধ জুড়ে আরও একাধিকবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে বীমাখাতের অন্যান্য মারাত্মক ক্ষতির ঘটনা ঘটে।
এছাড়া গত মার্চে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে সাইক্লোন ডেবিতে সৃষ্ট ভূমিধস ও ভায়বহ বন্যায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। মারাত্মক আবহাওয়ার প্রভাবে সিডনি মেট্রো এলাকাসহ অস্ট্রেলিয়ার নিউ সাইথ ওয়েলসে গত ফেব্রুয়ারিতে ৩৯০ মিলিয়ন মার্কিন ডলার লোকসান হয়। এছাড়া গত মার্চ মাসের প্রথম দিকে ঘূর্ণিঝড় জিউসের কারণে ৩৪০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছিল ফ্রান্স।
মিউনিক রি বলছে, বছরের প্রথমার্ধে ইউরোপে সর্বমোট আর্থিক লোকসান হয়েছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে বীমাখাতের লোকসান হয়েছে ১.৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে এই ক্ষতির পরিমাণ আগের বছরগুলোর গড় ক্ষতির চেয়ে কম। অস্ট্রেলিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৯.২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে, যার মধ্যে বীমাখাতের রয়েছে ২.১ বিলিয়ন মার্কিন ডলার।