ডিভাইস আসছে ভারতের বীমাখাতে
ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমা পলিসির অংশ হতে যাচ্ছে ডিভাইস। পোশাক বা শরীরে পরা যায় এমন ডিভাইস থেকে পলিসি সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে এমনভাবেই বীমা পণ্য ডিজাইন করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই প্রস্তুত করা হবে বীমা পণ্যের নকশা এবং নির্ধারণ হবে পণ্যের মূল্য। এরইমধ্যে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া।
প্রযুক্তিগত উন্নয়ন, বিশেষ করে পরিধানযোগ্য এবং বহনযোগ্য ডিভাইস বীমা পলিসির কাঠামোয় কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়টি মূল্যায়ন করবে ১০ সদস্যের এই ওয়ার্কিং গ্রুপ। সে ক্ষেত্রে ঝুঁকি উন্নয়ন, ঝুঁকি মূল্যায়ন এবং পলিসি ডিজাইনের অংশ হিসেবে এ ধরণের ডিভাইস ব্যবহার বা বিতরণের দৃষ্টিকোন থেকে বিবেচনা করা হবে। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।
আইআরডিএআই'র সদস্য (নন-লাইফ) পি কে জোসেফ জানিয়েছেন, প্রযুক্তির প্রবণতা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং বীমায় প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে এমনকি এগুলোর সম্ভাবনা ও সুবিধা খোঁজার ক্ষেত্রেও এর প্রবণতা বোঝা প্রয়োজন। নতুনত্বকে উৎসাহিত করার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাকে বীমা গ্রাহকের স্বার্থের দিকেও দৃষ্টিপাত করতে হবে বলেও জানান জোসেফ।
পরিধানযোগ্য প্রযুক্তি বলতে বুঝায় ক্ষুদ্রতর বৈদ্যতিক ডিভাইস, যেগুলো পোশাকের নিচে বা ওপরে পরিধান করা হয় অথবা অন্যকোনভাবে শরীরের সঙ্গে সংযুক্ত করা হয়। এমনকি ক্ষুদ্রতর এসব ইলেক্ট্রিক ডিভাইস পোশাকের অংশও হতে পারে।
এসব ডিভাইস যারা পরিধান করেন তাদের গাড়ি চালনা, খাওয়া, ব্যায়াম এবং অন্যান্য অভ্যাস ও আচারণসহ বিভিন্ন ধরণের তথ্য ভিডিও এবং অডিওসহ সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর এসব তথ্য কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে বীমা কোম্পানিগুলোর মতো তৃতীয় পক্ষের কাছে পৌঁছে দেয় এসব ডিভাইস।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পরিধানযোগ্য ডিভাইসগুলোর মধ্যে রয়েছে গেমিং ও এন্টারটেইনমেন্ট এর জন্য হেডসেট, ব্যায়াম ও সুস্থ্যতা পরিমাপের জন্য কবজিতে বাধার ব্যান্ড এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য স্মার্ট ঘড়ি। সাক্ষাৎ সূচি সম্পর্কে তাগিদ দেয়া, আবহাওয়া প্রতিবেদন, শ্রুতিশক্তি, মেসেজিং, চাক্ষুষ নির্দেশিকাসহ ফটোগ্রাফি এবং আরো অনেক সুবিধা প্রদান করছে গুগল গ্লাস
পরিধানযোগ্য প্রযুক্তি বীমা কোম্পানিগুলোকে নতুন পণ্যের মাধ্যমে অ্যাড-ভ্যালু সার্ভিস তৈরির সুযোগ করে দেয়। গুগল গ্লাস ও প্রগ্রেসিভ স্ন্যাপশট এর মত পণ্যগুলো বীমা কোম্পানিগুলোকে দুর্ঘটনার ক্ষেত্রে চালকের অভিজ্ঞতা ও কর্মকাণ্ড এবং ক্ষতির সর্বোত্তম মূল্যায়নে আরো বেশি তথ্য সরবরাহ করতে পারে।
ওয়ার্কিং গ্রুপকে আগামী ৮ সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। আইআরডিএআই এর স্বাস্থ্য বীমা বিধিগুলো ঝুঁকি পরিমাপ এবং পণ্যের ডিজাইনে 'ওয়েলনেস' এর ভূমিকা সুস্পষ্ট করেছে। স্বাস্থ্য বীমা ও লাইফ বীমা উভয় দিক থেকে পরিধানযোগ্য ডিভাইস ব্যক্তিগত সুস্থ্যতা পরিমাপে ব্যবহৃত হতে পারে, যা একটি সুস্থ্য জীবনধারার অন্তর্ভূক্ত।
এরইমধ্যে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই মটর ইন্স্যুরেন্সের জন্য 'টেলিমেটিকস' বিষয়ে একটি আলোচনা পত্র দাখিল করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
আইআরডিএআই এর সিজিএম ইয়েগনাপ্রিয়া ভারথ'কে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়াও নিয়ন্ত্রক সংস্থার ৪ জন কর্মকর্তা এই গ্রুপের সদস্য, যাদের একজন রয়েছেন আহবায়ক হিসেবে। বাকি ৫ সদস্য হলেন- এলআইসি, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, বাজাজ আলাইয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স, ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এবং আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা।