দাবানলপ্রবণ এলাকার পলিসি নবায়ন করছে না বীমা কোম্পানিগুলো

ইন্টারন্যাশনাল ডেস্ক: দাবানলপ্রবণ এলাকার অগ্নিবীমার পলিসি নবায়ন করছে না ক্যালিফোর্নিয়ার বীমা কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের এ রাজ্যে সম্প্রতি কয়েক দফা দাবানলে বিপুল পরিমাণ বাড়ি-ঘর ও সম্পদের ক্ষতি হয়। এরফলে উত্থাপিত বীমা দাবি পরিশোধ করতে গিয়ে ব্যাপকভাবে লোকসানের মুখে পড়েছে বীমা কোম্পানিগুলো।

ক্যালিফোর্নিয়ার ইন্স্যুরেন্স কমিশনার ডেভ জনস জানিয়েছেন, দাবানলপ্রবণ ২৪টি কাউন্টিতে ১০ হাজার অগ্নিবীমার পলিসি নবায়নের আবেদন প্রত্যাখ্যান করেছে বীমা কোম্পানিগুলো। দাবানলপ্রবণ এসব অঞ্চলে ঝুঁকির পরিমাণ আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দাবানলে ক্ষতির প্রতিবেদন প্রকাশের সময় তিনি এসব কথা জানান।

মাডেরা কাউন্টির পাহাড়ী অঞ্চলের বাসিন্দাদের বীমা পলিসি নবায়নের আবেদনও বীমা কোম্পানিগুলো প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন সুপারভাইজর টম হুইলার। যদিও ক্ষতিগ্রস্ত এলাকার বীমা গ্রাহকরা এখনো অন্যান্য বীমা কোম্পানির কাছ থেকে কভারেজ গ্রহণ করতে পারবে।

ইন্স্যুরেন্স কমিশনার ডেভ জনস আরো জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় বড় ধরণের সমস্যা রয়েছে। গত বছরের দাবানল থেকে যদি আমরা কোন কিছু করার বিষয়ে শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের জন্য রয়েছে লজ্জা। দাবানলের ঝুঁকিপূর্ণ বাড়িগুলো বীমার আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরো খারাপ হবে বলেও মন্তব্য জনস'র।

ক্যালিফোর্নিয়া রাজ্যের ১.৩ মিলিয়ন হাউজিং ইউনিট উচ্চ বা সর্বোচ্চ মাত্রার ঝুঁকিতে রয়েছে বলে বিবেচনা করছে বীমা কোম্পানিগুলো। ঝুঁকিপূর্ণ এসব হাউজিং এর অর্ধেকেরও বেশি রয়েছে ১২টি কাউন্টিতে। উত্তর ক্যালিফোর্নিয়া এবং সিয়েরা নেভাডার এসব এলাকার অনেক স্থানই আবার জনবহুল এবং বনাঞ্চল।

প্রোপার্টি কসালটি ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা'র জন্য রাজ্য সরকারের জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্ক সেকটনান এসোসিয়েট প্রেস (এপি)'কে জানিয়েছেন, ইন্স্যুরেন্স কমিশনারের প্রতিবেদন পর্যালোচনা করে দেখছে বীমা শিল্প। কিছু কোম্পানি হয়তো এ পলিসি গ্রহণ করছে না, তবে অন্যান্য কোম্পানি আবার এ বাজারে প্রবেশ করছে।