ভারতে লাইফ বীমার সুরক্ষা ঘাটতি ৪৮০ ট্রিলিয়ন রুপি
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে লাইফ বীমার সুরক্ষা ঘাটতি তথা লাইফ বীমার কভারেজ প্রয়োজন ৪৮০ ট্রিলিয়ন রুপি বা ৭.৫৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। এমনটাই জানিয়েছেন ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলটমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)'র চেয়ারম্যান টি এস ভিজয়ান।
স্বাস্থ্য বীমার সুরক্ষা ঘাটতিও অনেক বলে জানান টি এস ভিজয়ান। তিনি বলেন, যদি ধরা হয় স্বাস্থ্যসেবার জন্য মানুষ ৩ ট্রিলিয়ন রুপি ব্যয় করে এবং এই অর্থ যদি বীমাখাত থেকে পরিশোধ করা হয় তাহলে এটাই হবে স্বাস্থ্য বীমা বাজারের আকার। সম্প্রতি মুম্বাইয়ে এফআইসিসিআই বার্ষিক বীমা সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইআরডিএআই'র চেয়ারম্যান টি এস ভিজয়ান আরো জানান, ২০১৭ সালে ভারতের বীমাখাত ৬ ট্রিলিয়ন রুপির বেশি প্রিমিয়াম সংগ্রহ করেছে। তবে এর সম্ভাবনা আরো বেশি। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
ভারতীয় বীমা বাজারের সুযোগ-সুবিধা তুলে ধরতে গিয়ে টি এস ভিজয়ান বলেন, কয়েকটি বিদেশি পুনর্বীমা প্রতিষ্ঠান ভারতে শাখা স্থাপন করছে এবং অফশোর সুযোগ-সুবিধা উন্মুক্ত হওয়ার মাধ্যমে ভারত পুনর্বীমা কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে।
সম্মেলনে বক্তব্য প্রদানের পর আইআরডিএআই চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে নিয়ন্ত্রক সংস্থা নতুন পুনর্বীমা বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এসব প্রবিধানে বিদেশি পুনর্বীমা প্রতিষ্ঠানের ভারতে ব্যবসার সীমা নির্ধারণ এবং অগ্রাধিকারের আদেশ প্রদান করা হবে।
ভারতের বীমা বাজারে প্রবেশ করতে বিদেশি কোম্পানিগুলোর আগ্রহ প্রকাশের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান টি এস ভিজয়ান বলেন, ৪/৫টি বিদেশি প্রতিষ্ঠান ব্যবসা করতে সনদের জন্য আবেদন করেছে। তারা নন-লাইফ ও স্বাস্থ্যখাতে ব্যবসার আগ্রহ প্রকাশ করছে বলেও জানান তিনি।