অঙ্গীভূত হচ্ছে চীনের ব্যাংক ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাকে অঙ্গীভূত করতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। আর্থিক ঝুঁকি মোকাবেলায় আরো ভালো সমন্বয়ের জন্য এ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে।  

চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল রিফর্মিং গ্রুপের নির্দেশনায় সরকারি সংস্থাগুলো এরইমধ্যে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনা অনুসারে, চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন (সিআইআরসি) ও চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশন (সিবিআরসি) একক প্রধান এর নেতৃত্বে পরিচালিত হবে।

২০১৭ সালে শুরু হওয়া প্রেসিডেন্ট জি জিনপিং এর দ্বিতীয় ৫ বছরের মেয়াদে ঋণের বোঝা কমিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টি অগ্রাধীকারের শীর্ষে রেখেছেন চীন সরকার। ব্যাংক ও বীমা কোম্পানিগুলো দেশটিতে ছায়া ব্যাংকিং দ্রুত বৃদ্ধির সঙ্গে জড়িত। এছাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়।

ব্যাংক ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা দু'টি অঙ্গীভূতকরণের পরিকল্পনাটি এখনো আলোচনাধীন রয়েছে এবং এটি এখনো পরিবর্তিত হতে পারে। আগামী ৫ মার্চ অনুষ্ঠিতব্য ন্যাশনাল পিপল'স কংগ্রেসে পরিকল্পনাটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে জড়িত দু'জন।

অঙ্গীভূতকরণের বিকল্প পরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে একটি "সুপার-রেগুলেটর" গঠন করা হতে পারে। যাতে সেন্ট্রাল ব্যাংক, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা এবং পিপল'স ব্যাংক অব চায়না এই ৩টি প্রতিষ্ঠান মূল নিয়ন্ত্রক সংস্থা হতে পারে।  

চীনের আর্থিক খাতে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের উন্নয়ন ঘটাতে প্রেসিডেন্ট জি জিনপিং গত বছর নতুন ফিনান্সিয়াল স্ট্যাবিলি অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় এসব পরিকল্পনা হাতে নিয়েছে চীন।